অাজ অামি হারিয়েছি স্মৃতির অকপটে
যেথায় রয়েছে শুধু সুখ অার সুখ!
নাই কোন দুঃখের হাতছানি
তুমি অামি পাশাপাশি বসি,
কথা বলি চোখে চোখ রাখি
হাসি ছিল মুক্ত ধারা-
যাতনার ছিলনা কোন পদধূলা
মনে মনে হতো মিলন,
শুধু তুমি অামি প্রেমে দিবানা।
অতীতের মাঝে হাজার রঙ্গের ছায়া
ভালবাসা থাকিত নিয়ে সুখের হাওয়া;
হাতে হাত রেখে পাশাপাশি বসে
বলিতাম কথা ভালবাসার টানে।
হাসিলে তুমি অবাক হতাম অামি
কানে যেন ভাসে সুরের প্রতিধ্বনি,
তোমার উষ্ণ শীতল ছুঁয়া;
হয়ে পূবালী হাওয়া দিত দোলা।
সুখ পাই অামি ভেবে সেই কথা
ছিলে তুমি অামার চলার সাথী,
দুঃখ কষ্ট দিতনা হানা,
সুখ চাদর করে মোরে অাদর
দিত হাতছানি হয়ে তোমার প্রতিনিধি।
তাই অামি অাজও ডুব দেই
স্মৃতির সুখময় মায়া জালে,
যেথায় খুঁজে পাই তোমার ছুঁয়া
তোমার দেওয়া ভালবাসার পরশ।