একলা অামি একলা মন
সঙ্গী ছাড়া চলে এ জীবন,
নাই কোন বাসনা নাই অভিলাষ!
সময়ের সাথে চলন অামার;
জীবন তরী বাইয়া স্বরণ
মান অভিমান করিয়া গোপন,
জীবন ধারা চলছে এমন।
হাসি অামি নিজ মনে
দুঃখ কাঁদায় অতি যতনে,
স্বপ্ন সেতো মরীচিকা হয়ে
বিলিন হয়েছে অাধারের ঘরে।
যা ছিল মনে সকল অাশা
ছিল রঙ্গের অালপনা অাঁকা,
হারাল সবি মায়ার টানে
ঘূর্ণিঝড় হইল মন সাগরে।
ভাঙ্গা তরী ছাড়া বৈঠা
এঁকেবেকে চলছে সদা,
কুল কিনারা নাইতো জানা
শেষ ঠিকানা হবে কি জানা?
মনের প্রশ্ন মনে সাড়া
যাইতে হবে অনেক বেলা;
সূর্য ডুবিল বুঝি ঐ
তিমির সাথী অামি এই।
একক জীবন নাই ভাবনা
সুখকে দিয়েছি ছুটি সারাবেলা,
পাশে থাকে দুঃখের ভেলা
কাটছে সময় অামি একেলা।