চোখ বুজিলে অন্ধকার অাধার সবি
সাঙ্গ হবে জীবনলীলা সময়ের তরী
যাইবে না কেউ সাথে তোমার
পরপারের সঙ্গী হবার কেউ রবেনা সাথে।
ভবের মায়া ছাড়তে হবে
একা একাই যাইতে হবে,
সংসার তটে রঙ্গের মেলা!
রং রবেনা সারা বেলা
জগৎ মাঝে অাসা যাওয়া;
নিজের তরে নিজের চাওয়া
না হইলে সবি বৃথা,
অচল হবে জীবন ধারা।
মিছে স্বপ্ন মিছে অাশা
দুই দিনের এই জগৎ মেলা,
ধন,দৌলত,বাড়ি,গাড়ি
পরপারের হবে না সঙ্গী।
অাছে অনেক বাহাদুরি অার জমিদারি
চোখ বুজিলে সবি শূন্য,
সাথী তোমার নয়তো কেহ
ক্ষমতা হবে মিথ্যে তুল্য।
সময় থাকিতে ভাবো মন
পরপারে লাগেনা ধন,
কর ভাল পরের তরে
খোদার নাম জপ মনে।
কর সবি ভাল যাহা
মন থাকিবে সতেজ তাজা,
হবেন খুশি মহান বিধাতা
হবে মুক্তি সকল বাঁধা।