এখনো কি ওঠেনি ভোরের রবি
এখনো ডাকেনি পাখি,
এখনো কি তুমি ঘুমিয়ে আছো
এখনো মেলোনি আঁখি ।
এখনো কি তুমি স্নান করো
পদ্ম দিঘীর ঘাটে ।
এখনো কি তুমি দুরন্ত সেই
শ্যামল সবুজ মাঠে ।
এখনো কি তুমি আগের মতোই
খোঁপায় গাঁথো ফুল,
না কি এখন তার চাওয়াতে
বেনীতে বাঁধো চুল ।
এখনো কি তুমি দুপুর হলে
বসে ঘরের দাওয়ায়,
আওলাকেশ উড়িয়ে দাও
দক্ষীণা মৃদুল হাওয়ায় ।
এখনো কি তুমি বিকেল হলে
আলতা রাঙা পায়ে,
নূপুর পরে হেটে বেড়াও
সেই রুপোলী গাঁয়ে ।
এখনো কি তুমি সন্ধ্যা হলে
প্রদীপ নিয়ে পাশে,
ঠাকুর ঘরে থাকো বসে
আমায় দেখার আসে ।
এখনো কি আগের মতোই
আমায় বাসোভালো
না কি এখন অন্য ঘরে
জ্বালাও সুখের আলো ।
এখনো আমি তোমার জন্য
বসে আছি পথ চেয়ে
যদি কখনো ফিরিয়া আসো
এই রাস্তাটি বেয়ে ।