কেনো আমার ঠুনকো হৃদয়
তার হৃদয়ে হারিয়ে গেলো,
কেনো আমার মনের মাঝে
অন্য মনের বসত হলো ।

কেনো আমি চলার পথে
পথের মাঝে হারিয়ে গেলাম,
কেনো আমার ছায়ার মাঝে
অন্য ছায়া খুঁজে পেলাম ।

কেনো তাহার চোঁখের মাঝে
আমার এ চোঁখ হারিয়ে গেলো,
কেনো তাহার ঠোঁটে ’পরে
আমার এ ঠোঁট ছুঁয়ে গেলো ।

কেনো তাহার ভাষার মাঝে
আমার ভাষা মলিন হলো,
সেই ভাষাতেই বলতে হলো
তোমায় আমি বাসি ভালো ।