অগ্নিঝরা মার্চ
--বিপ্লব হসেন
সেদিন ছিলো একাত্তরের
অগ্নিঝরা মার্চ,
করেছিলো পাকবাহিনী
অপারেশন সার্চ।
অগ্নিঝরা রাতে কত
ঝরলো তাজা প্রাণ,
গর্জে উঠেছিলো সেদিন
শত্রু মেশিনগান।
সেদিন থেকে শ্রদ্ধাভরে
স্মরণ করে যায়
সোনার ছেলে শহীদ হলো
সবুজ মাটির গায়।
অগ্নিঝরা পঁচিশ তারিখ
রক্তমাখা দিন,
শোধ করা কী যায় কি বলো
তাঁদের ত্যাগের ঋণ?
রচনাঃ ১লা মার্চ ২০১৯।