যা ছিলো অজানা --
ভালোবাসার গল্পে, তা তুমি শিখিয়েছো আমায়,
আমার প্রিয় সুরঞ্জনা ।

আমার ছিলো না জানা প্রেমের নাম বেদনা
তুমিই শিখালে আমায় , আমার প্রিয় সুরঞ্জনা ।  

আমার তাও ছিলো না জানা, কাকে বলে ছলনা  
তোমাতেই শিখেছি আমি , আমার প্রিয় সুরঞ্জনা ।

স্বার্থের টানে একটা মানুষ হতে পারে কতটা বিভেগহীনা ,
তোমাকে ভালোবেসেই শিখেছি আমি , আমার প্রিয় সুরঞ্জনা ।

কতটা কষ্ট পেলে পাহাড় কাঁদে , কাঁদে আকাশ তাও ছিলো না জানা
তোমাকে হারিয়ে শিখেছি আমি , আমার প্রিয় সুরঞ্জনা ।

আজ আমি কাঁদতেও শিখেছি , হয়তো বা তুমি তা জানো না
শুদু একবার এসে দেখে যাও , আমার প্রিয় সুরঞ্জনা ।

তোমায় আজো ভালোবাসি , আগের চাইতে অনেক বেশি
শুধু এতটুকু বুঝতে  চাই না, জানতে চাই না্‌ , শিখতেও চাই না -
তোমাকে ভুলে থাকতে পারব না ,
কারন , তুমি মিশে আছো মোর অস্তিত্তে , শীরায় উপশীরায় ,
আমার মনে , আমার ধ্যানে , সুখে দুঃখে আছো মিশে হৃদয়ে হৃৎপিণ্ডে ।
হয়ত বা তুমি তাও জানো না ,  
তোমায় ভালোবেসে আজো বেঁচে আছি আমার প্রিয় সুরঞ্জনা ।