ভাপা পিঠে,ভাপা পিঠে
আর কিছুদিন পরে ,
তোমায় নিয়ে উৎসব হবে
বাংলার প্রতি ঘরে ।
এইতো কেবল বর্ষা গেলো ,
শরতের প্রায় আধা ,
এখনও তোমার আসার পথে,
বৃষ্টির ভেজা কাদা ।
কার্তিকের ধান ঘরে তুলে
আনবো নতুন অন্ন।
তারপরে তে শুরু হবে
হেমন্তে নবান্ন ।
তারপরে তে শুরু হবে
শীতের সুভাশন ।
নানান জাতের পিঠা পায়েস
নানান আয়োজন ।
ভাপা পিঠে, ভাপা পিঠে
একটু ধর্যো ধরো ,
আর কটা দিন শীত সকালের
অপেক্ষা টুক করো।
মিষ্টি রোদে গা এলিয়ে
চালের গুঁড়ো দিয়ে ,
তোমার সাথে খেজুর রসেকে
করিয়ে দেবো বিয়ে ।
ভাপা পিঠে, ভাপা পিঠে
কেমন হবে বলো ?
তোমার সাথে সই পাতাবো,
কাঁচা মাটির চুলো।