#maya
ভাবুক না কিছু মানুষ ...
আমাকে নিয়ে ,
আমি তো এতদিন ভেবেছি আমার সমস্ত দিয়ে ।
খুঁজুক না কিছু মানুষ
আমাকে আবার ,
আমি তো খুঁজতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলেছি ,
শত খানে শত বার ।
বুঝুক না কিছু মানুষ
দুঃখটাকে এবার ,
আমি তো অনেক আগেই আমার দু চোখে পদ্মা মেঘনা করে গেছি একাকার ।
লিখুক না কিছু কবিতা ,
কষ্ট ভরা আবেগ দিয়ে ।
নিঃশব্দ বেদনায় কত যে পদ্য লেখেছি ,
দু চোখে অস্রু নিয়ে ।
আমি আর আগের মত ভালোবাসি না ,
আমি আর আগের মত স্বপ্ন দেখি না ।
আমি তো হাসতে শিখেছি , আরে হ্যাঁ আমি আজ কাঁদতে ভুলেছি ।
আমি আর আগের মত নাই ,
আমি বদলে গেছি ।
আমি তো বদলে যেতে চাইনিকো হায়
তুমি তো বদলে গিয়ে শিখালে আমায় ।
##বি_দ্রঃ কি লেখবো আজ ভেবে পাচ্ছিলাম না , তাই দু লাইন কথা শেয়ার করলাম ।। ।।