প্রতিদিন অনেকগুলো
প্রোডাকশন শিট তৈরী করতে হয়।
প্রতিদিন প্রত্যেকটা শিটে সেদিনের তারিখ লিখতে হয়।
সাত বছর শেষ করেছি নিজের হাতে। প্রতিটা দিনকে বিদায় দিয়েছি এভাবে।
মাঝে মাঝে
ভাবনার গভীরে হারিয়ে যাই।
বছর ঘুরলে আবারো সেই মাসের সাথে দেখা হয় ,দিনের সাথে দেখা হয়,
পরিচিত হই নতুন করে।
অথচ গত বছরও তাদের মাঝে থেকেছি , তাদেরকে লিখেছি।
মাত্র এক বছর ঘুরতেই সবকিছুর পরিবর্তন , পেয়েছে নতুনত্বের ছোঁয়া।
প্রতিটা দিনকে বিদায় দিচ্ছি নিজের হাতে।
খুব কষ্ট হচ্ছে ,
কেন এতো দ্রুত সময় গুলো হারিয়ে যাচ্ছে ?
কেন এতো দ্রুত বয়স বাড়িয়ে দিচ্ছে ?
কেন সময়গুলো একজায়গায় স্থির হয়ে যাচ্ছে না ?
কেন সময়গুলো এতটা নির্দয় ?
খুব কষ্ট হচ্ছে , খুব কষ্ট হচ্ছে।
আমার কষ্ট হচ্ছে কেন এতো দ্রুত সময় আমাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে।
অথচ তারও কষ্ট হচ্ছে যে এবার পরীক্ষায় ফেল করেছে।
যাকে সময় আবারো একবছর পিছিয়ে দিয়েছে।