জন্ম বাংলাদেশে ,
২৫ বছর ধরে এখানেই থেকেছি , দেখেছি -
ভাঙা রাস্তা , ঘন বর্ষা ,
চৈত্রের কড়া রোদে ক্লান্তিহীন কৃষক।  
দেখেছি হাজারো দূষিত জীবন।  
আমার মতো বেকারত্ব নিয়ে দিনরাত বাবা মার বকা খাওয়া ।  
বন্ধুর কাছে হাত বাড়িয়ে দু-টান সিগারেট চাওয়া ।  


বিদেশের অনেক গল্প শুনেছি , গল্প শুনে স্বপ্ন বুনেছি।  
স্বপ্ন গুলো খুব বেশি বড় ছিল না।  
পরিবারকে সুখে রাখার ইচ্ছাটাই ছিল প্রতীয়মান।  

সমস্ত প্রতিকূলতা পেরিয়ে চলে এলাম স্বপ্নের রাজ্যে ,
পাকা রাস্তার বৃষ্টিহীন দেশে।  
বড় বড় অট্টালিকার দেশে।  

সুখ নামের প্রজাপতিরা এ দেশে থাকে না।    
রোদে পিঠ পুড়ে যায় , আধমরা চেহারাটা দেখে কারো মায়া হয় না।  
খুব ইচ্ছে করে তখন - ভাঙা রাস্তার দেশে যেতে।  
পাকা রাস্তা আর ভালো লাগে না।
বড় বড় অট্টালিকায় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে।  
আমি মরে যাই , কেউ বুঝতে চায় না।