জানালার গ্রিল ধরে আমিও রাত জাগি , নির্ঘুম পিপড়েদের জীবন সংসার দেখতে দেখতে চোখ বুজে আসে ঘুম।
ঘুম ভাঙলেই ক্যামেলিয়ার গন্ধ পাই ।
জানালার পর্দা টেনে সূর্যকে করি নমস্কার ।
সবুজ চায়ে চুমুক দিয়ে দেখি মানুষের জীবন সংসার । দেখি বেচে থাকার যুদ্ধ ।
টুয়েশির ফোন আলাপে গাঢ় করি অলসতা ।
তার পরে আর মন ভালো থাকে না ।
তার পর আমি আর সিনেনসিস ক্যামেলিয়া ।
Note: চা এর বৈজ্ঞানিক নাম সিনেনসিস ক্যামেলিয়া