প্রিয় কবিগণ ,
আস্সালামু আলাইকুম |
ভুল বেয়াদবি মাপ করবেন । আশা করি সকলে আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন , আপনারা ভালো থাকুন এটাই কামনা । আমি আসরে কবিতা প্রকাশ করি , মাত্র কয়েক দিন ধরে , এর মধ্যেই অনেকেরেই দেখেছি কবিতার নিছে মন্তব্য করেছেন পাশে থাকলে পাশে পাবেন , আমার প্রোফাইলে ঘুরে আসবেন , ইত্যাদি ইত্যাদি । আমরা যখন ফেইসবুক চালাই তখন অনেকেই এই কথা গুলো বলি , যে পাশে থাকলে পাশে পাবেন । লাইক কমেন্টে সাথে থাকুন ।
দেখুন এটা কোন ফেইসবুক না । এটা বাংলা কবিতার ওয়েবসাইট সুতরাং এটাকে ফেইসবুক বানিয়ে ফেলবেন না ।
আরেকটা কথা : আমরা হয়ত সবাই জানি যে প্রত্যেকটা কবিতার একটা ক্ষুধা থাকে সেটা হল একটা মন্তব্য , একটু উত্সাহ , আর সে উত্সাহটা যদি পাঠকের মন থেকে না আসে , তাহলে তার কাছ থেকে চেয়ে উত্সাহ নেওয়ার কোন মানে থাকে না । তার কোন মুল্য থাকে না ।
আমরা যারা কবিতা পড়ি , আমরা যারা কবিতা পড়তে ভালোবাসি - তারা যেন কবিতা পড়ার পর অবশ্যই কবিতার সম্বন্ধে ভালো মন্দ কবিতার মন্তব্য স্থানে প্রকাশ করি ।
এতে আমরা যারা নতুন কবি আছি তারা উত্ফুল্ল হই , উত্সাহিত হই ।
কারন কারো উত্সাহ অনুপ্রেরণা ছাড়া ভালো লেখা যায় না ।
ধন্যবাদ সবাইকে ।
ভুল ত্রুটি মার্জনীয়...।