সবকিছু একদিন বদলে যাবে,
তুমি, আমি, আমরা সবাই।
ত্রিশ বছরের এই তিল তিল করে
জমানো ভালোবাসারও
একদিন বিলুপ্তি ঘটবে,
হয়তো আরো ত্রিশ বছরে
আরো ভালোবাসা জমা হবে,
হয়তো আরো বেশি,
কিংবা তারো কম।
তারপরে পৃথিবীর
নীতিমতে হারিয়ে যেতে হবে,
যেমন করে হারিয়ে গেছে
আমার পরিবারের কিছু আপনজন।
কত মায়ায়,
কত ভালোবাসায়
গড়ে উঠে একেকটা জীবন,
তারপর হঠাৎ করে সব শেষ হয়ে যায়।
আজ আমি এক কিশোরীর
ভালোবাসার জন্য উন্মাদ,
সে আমায় বন্ধু ভাবে এর বেশি কিছু নয়।
আমি কালকের জন্য আশায় থাকি,
আমি ভাবি কাল হয়তো সে আমাকে ভালোবাসবে,
অপেক্ষায় অপেক্ষায় কেটে যায় দিনের পর দিন,
হয়তো বা আগামীকাল
আর তার সাথে কথা হবে না,
হয়তো কাল হবে, পরশু হবে না।
আচ্ছা পরশু থেকে যদি কথা না হয়
তাহলে কি ঐ কিশোরীর চোখে জল আসবে?
সে কি তখন বলবে আমি তোমাকে ভালোবাসি?
হয়তো হা... হয়তো না......!