একদিন
তুমি আমি খুব
বৃষ্টিতে ভিজবো ,
বৃষ্টিতে খুব করে ভিজলে স্বাভাবিক ঠান্ডা
লাগবেই , ঠান্ডা লাগলেই গা গরম হবে ,
এটাও অস্বাভাবিক কিছু না , কারণ ঠান্ডা কারো লেগে গেলে জ্বর না এসে পারেই না ।
তারা একজন আরেকজনের
পিছে লেগেই আছে । এটাও
তাদের একটা ভালোবাসা
বলতে পারো ,
কেউ কাউকে ছাড়া থাকতে পারে না ।

বৃষ্টিতে ভেজার পর আমি চাইবো যে জ্বর টা আমারই বেশি হোক । নিশ্চয়ই ভাবছো আমি আলসে, তোমার সেবা করতে পারবো  না ,
কথাটা পুরোপুরি ঠিক নয় , কারণ আমি আলসে হলেও তোমার কিছু হলে আমি আমাকে ঠিক রাখতে পারি না ।

আমার যখন খুব বেশি জ্বর হবে ,
সেবা করার পাশাপাশি তোমার মিষ্টি গলার বকবক আমাকে বিরক্ত করলেও আমি সেখানে তোমার ভালোবাসা খুঁজে নেবো ।

তারপর বিকেলে প্রচন্ড ঝড় বৃষ্টি বাহিরে , তুমি ঘরের খুঁটিনাটি কাজ শেষ করে আমার শিয়োরে এসে বসবে , কপালে হাত টা লাগিয়ে খুব মৃদু কন্ঠে বলবে , কি দরকার ছিল বৃষ্টিতে ভেজার ?
বুড়ো হয়ে গেছো এখনো পাগলামি গুলো যায় না তোমার পাগল একটা ।

_মাহমুদ সোহেল( মায়া নদীর মন মাঝি )