অবশ্য ভালোবাসার ভেতরে ঢুকেও আমি দেখেছি ,
ছড়িয়ে পড়া গোধূলির মত রক্তিম হাহাকার ।
দিক হারিয়ে ফেলা বন্য হরিণীর মতো গলা ভাঙ্গা চিৎকার।
তবুও এই অসুখের মাঝে থেকে উল্লাসে মেতে উঠে মেঘলা আকাশের বক্ষ ছিড়ে আসা রোদের মত সুখ।
আমার অবাক লাগে , মানুষ গুলো কি অদ্ভুত !
জীবনের সমস্ত সুখ পুড়িয়ে মায়ায় জড়িয়ে সুখ খুঁজে অহেতুক ।
_মাহমুদ সোহেল (প্রণয়)