জীবনের হিসেব মিলবে না । কারণ জীবন কোনো গাণিতিক বিষয় নয় । জীবন তো হলো প্রণয়ের । জীবন হলো ভালোবাসার । জীবন হলো নব্বই এর স্মৃতিতে এক টুকরো সুখ খুঁজে পাওয়া ।

জীবন হলো, অসীম ধৈর্য নিয়ে এগিয়ে গিয়ে মৃত্যুর কাছে নত হওয়া ।

জীবনকে অংকের খাতায় গুলিয়ে ফেলো না । জীবনের সূত্র ভিন্ন । যা দ্বারা অংক হবে না ।

_মাহমুদ সোহেল (প্রণয়)