জানি আবার হবে দেখা ,
বটো বৃক্ষের তলে বৈশাখী মেলায় ,
হয়তো বা তখন তুমি আর থাকবে না একা ।
জানি আবার হবে দেখা ।
জানি তুমি বদলে গেছ
এখন আর তুমি আগের তুমি নেই ,
রেললাইনের ঐ লোহার উপর দিয়ে
আমি আজো আগের মতই হেটে বেড়াই ।
শুধু তুমি নেই ।
জানি নিজের ইচ্ছাতেই তুমি হারিয়ে গেছ
আমার পৃথিবী থেকে ,
তবে তোমার ফেলে যাওয়া কিছু বেদনা
আজো পিছু ডাকে আমাকে ।
জানি তুমি আজ মেতে আছো
নিদারুন সুখের সাগরে ,
জানি তুমি আজ একেবারেই
ভুলে গেছ আমারে ।
কিন্তু তুমি তা জানো না,
সেই দিন আমার সমস্ত সুখ
আমি দিয়ে ছিলাম শুধুই তোমারে।
জানি এক দিন তোমার ভাংবে ভুল
হয়তো বা সেদিন আমি আর থাকবো না ,
জানি এক দিন তুমি খুঁজবে আমায়
হয়তো বা সেদিন আমি আর ফিরবো না।