তোমাকে বলা গেলো না ভালোবাসি।
এই আক্ষেপ নিয়ে মরে যাবো একদিন।
হলুদ বসন্তে তোমাকে পাওয়া হলো না আমার,
হাঁটা হলোনা শরৎ সন্ধায়, চিনিগুরা পথে।
রঙিন জৈষ্ঠ্যে দেখা হলোনা তোমার যুগল
পাহাড়ের উপত্যকায় জমে থাকা ঘাম,
দেখা হলোনা আরো কত কিছু।
জীবনের কাছে শুধু থেকে গেলো ঋণ।
এতো এতো আক্ষেপ নিয়ে মরে যাবো একদিন।
তোমাকে করা গেলো না আপন।
করা গেলো না আমার সিতানের সঙ্গী।
ছোঁয়া গেলোনা বৃষ্টির দিনে তোমার উষ্ণ ঠোঁট,
ঠোঁটের নিচের তিল।
পাওয়া গেলো না মাটির মতো তোমার শীতল স্পর্শ।
তোমাকে পাওয়া গেলো না, শুধু শূন্যতা বয়ে বয়ে গেলো
জীবনের সব যৌবন, সব কটা দিন।
তোমাকে পাওয়া হলোনা এই আক্ষেপ নিয়ে মরে যাবো একদিন।
তোমাকে নিয়ে হলোনা আমার কিছুই,
নদী পথে ভ্রমণ, বন্ধ কেবিনে মুখোমুখি বসা।
বাসের সিট থেকে আমার কাঁধে এলিয়ে পড়া তোমার ঘুম ভরা মুখ,
গরম নিঃশ্বাসে নিঃশ্বাস রাখা হলোনা, হলোনা চোখাচুখি, চায়ের আড্ডা,
রসালো প্রেম। তোমার সাথে আমার প্রেম হলোনা, হলোনা প্রেম কখনো, কোনোদিন।
এই বিভৎস আক্ষেপ নিয়ে মরে যাবো একদিন, মরে যাবো।