ভালো কিছু দেখলেই এখন আমার ভালো লাগেনা। মাধবীর চাপা হাসি বিষাক্ত লাগে ,
দক্ষিণের বাতাস মৃদুমণে বইলে , মনে হয় ঝড় আসুক। গরীবেরা মরে যাক বাজ পড়ে।
শহরের দালান কোঠা ছাড়া সবগুলো কাঁচা ঘর ভেঙে যাক ঝড়ের তীব্র আঘাতে।
গরীব মানুষ দেখলেই আমার শরীর রিগ রিগ করে।
রিকশাওয়ালার সরল মনের কথা শুনলে মনে হয়
কোনো ঘৃণিত ব্যক্তির মুখ থেকে ভীষণ দুর্গন্ধ যুক্ত কথা বেরিয়ে আসছে।
এক্ষুনি বমি হবে।
নেতার মিথ্যে প্রতিশ্রুতি , সস্তা আবেগ , মাতাল স্পিকার , ভূমি দখল , বোমা বিষ্ফোরণ , মূর্খের মুখে উপদেশিয়াল কথা , টিভি চ্যানেলের একচেটিয়া দালালি , পেপার পত্রিকা , অনলাইন ম্যাগাজিনে বিদেশী নারীর নগ্ন পোস্টার দেখতে দেখতে, শুনতে শুনতে মন বসে গেছে শিকড় গেড়ে ।
গরীবের পেটে বড়লোকের পা , দুঃখিনীর নামের পাশে ধর্ষিতার ট্যাগ , অসহায় মানুষের মুখ থেকে খাবার কেড়ে নেওয়া , দুর্বলদের উপর নৃশংসতা নিপীড়নতা, অসভ্য ছোটলোকেদের নেতামি , জনসম্মুখে গণধর্ষণ , দুঃখিনী মায়ের করুন আর্তনাদ দেখতে দেখতে , শুনতে শুনতে মন এখন সর্বাবস্থায় অভ্যস্ত , ধুম করে চোখের সামনে মানুষ মারা গেলেও আমি অবাক হইনা।
আজকাল ভালো পুলিশ , ভালো নেতা দেখলেই মনে হয় , এরাই হচ্ছে সমাজের দূষিত আবর্জনা , অশুদ্ধ , অশ্লীল। পৃথিবীর সবকিছু ঠিকঠাক থাকলে মনে হয় মাধবী আমার ঘুমিয়ে আছে , তার পাছায় হাত রেখে ঘুমিয়ে আছে এক স্বপ্ন ভঙ্গক বেজন্মা।