বিশ্বাস করেন কিনা জানি না ,
আজকাল আমি এক বিন্দু ভালো থাকি না ।
বুকের ভিতর ধুকবুকানি টা এতো বেশি বেড়ে আছে যে --
মনে হচ্ছে এই বুঝি বন্ধ হয়ে যায় ।
বিশ্বাস করেন,
আমি একটুও ভালো নেই ।
আপনি জানার উৎসাহ প্রকাশ করছেন ।
কিন্তু আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি ।
শব্দ গুলো ওলোট পালোট হয়ে গেছে ।
কি বলতে কি বলবো ? কোন শব্দের পর কোন শব্দ ব্যবহার করবো জানিনা ।
বিশ্বাস করেন,
আজকাল আমার কিছুই ভালো লাগে না ।
একটু ভালো লাগবে ভেবে মাঝে মাঝে
সিগারেট ধরাই , আবার দুই ফুক দিয়ে ফেলে দেই, ভালো লাগে না ।
অথচ একটা সময় ঠোঁটে গরম আঁচ না লাগা পর্যন্ত টানতাম।
আপনি কি জানেন ?
না হাসতে পারা চেহারাটা কতটা বিচ্ছিরি দেখায় ?
আপনি কি জানেন?
না হাসতে পারা চেহারাটা দেখে লোকেদের একই প্রশ্ন বার বার শোনাটা কতটা বিরক্তের ?
কথা বলতে না পারার ব্যাথাটা কখনো অনুভব করেছেন ?
বিষ খেয়ে বিষ হজম করার মত যন্ত্রণা কখনো ফিল করেছেন ?
আপনার খুব হাসি পাচ্ছে ?
ভিতরে ভিতরে হাসছেন ?
আপনি বুঝবেন না , আমি খুব বাজে ভাবে ভালো নেই ।