জীবনটা এক পাহাড়ি এলাকা।
অসমতল পথেই জীবনের প্রথম পা।
পাহাড়ের চুড়ায় বেঁধেছি ঘর।
প্রচণ্ড ঝড়ে প্রতিদিন নিজেকে অক্ষত রাখার চেষ্টা।
চালহীন ঘরে রৌদ্রের প্রকট দীপ্ততায় -
তৃষিত মনটা শুকিয়ে আছে।
একফোঁটা পানির তালাশে - আমি খুব ক্লান্ত।
জীবনটা আজ বন্দি হয়ে আছে অশান্তির গুহায়।
শব্দ গুলো নির্বাক , কেউ শোনে না।
কেউ শোনার নেই।
আমি খুব ভালো নেই।
আমি খুব কষ্টে আছি।