মিছে এই জীবনে -
ভালোবাসাটাই ব্যর্থ ,
কিছু দিন থাকে পাশে
তার পর কেটে পরে
বুঝে নিজের স্বার্থ্ ।
ভালোবাসা মানব জীবনের
সবচেয়ে বড় ভুল ,
মন বাগানে ফোটায় সে বেদনার বকুল।
মনে পরে বারে বারে পুরনো কিছু কথা
ভাবতেই চোখে জল বুকে বারে ব্যথা।
কিছুতেই মন বসেনা জীবন যেন মরুমল
কেননা ভালোবাসাটাই তো জীবনে অশান্তির ফসল ।
ভালো লাগে না কিছু যে তার মেশে না কারো সাথে
হইয়া মদন মজনু এখন কাঁদে পথে পথে ।