বুঝলি সুধীর ,
ফকিন্নির পোলার মাথায় ছাতা।
এখন সে এলাকার বড় নেতা ,থানা পুলিশ গুনে না ।
মন্ত্রী মিনিস্টার,জজ ব্যারিস্টার কারো কথাই শুনে না।
মেল দরবার,বিচার সালিশ,সবখানে তার ব্যাপক প্রভাব।
দেখতে লাগুক যেমন তেমন, চরিত্রে তার পশুর স্বভাব।
ন্যায় অন্যায় বুঝবে না।
ধরে মেরে খাবে গৈরিক ,ধনী গরীব খুঁজবে না ।
এইতো সেদিনের কথা ,
তার বাবায় ছিলো বছর কামলা পেটে ভাতে খাটতো,
খেয়ে না খেয়ে কোনোভাবে তার কষ্টের দিন কাটতো।
পান্তা ভাত আর কাচা লঙ্কা ছিলো নিত্যদিনের খাদ্য ।
অভাব অনটন দণ্ডে দণ্ডে বাজাতো শোকের বাদ্য ।
তার ছেলের আজ মাথায় ছাতা, দুই জন মিলে ধরে ।
পথে ঘাটে মুরুব্বীরাও সালাম আদাপ করে ।
তার দাদার কথা কি আর বলবো , মস্ত বড় চোর ছিলো ।
চুরির দায়ে জেল খেটে সে এইতো সেদিন বের হলো ।
চোরের নাতি নেতা হইছে , দামী গাড়ি চড়ে।
তার দাপটে বাঘে মহিষ এক ঘাটে স্নান করে ।
লেখা পড়া করে সুধীর, কি হবেরে ভাই ,
মূর্খরা আজ নেতৃত্ব বান , শিক্ষার দাম নাই।