মোর হৃদয় বাগানের ফোটা কলি,
দিয়েছি তোমার ও হৃদয় দ্বারে অঞ্জলি।
তুমি তার সুবাস নিয়েছ অবজ্ঞা ভরে,
আমি অবুঝের মত শুধু মেখেছি সর্বনাশ।
আকাশ জুড়ে মোর সাজিয়েছি বৃথা,
সেথা হতে জোছনা ধার করে।
উল্লাসে ধেয়ে আসা মধুকর,
ফিরেগেছে নিরাসায় করে ভর।
তুমি আপন খেয়ালে মাড়িয়েছ তারে,
মোরে বেদনা দিয়েছ উজাড় করে।
এ মন ঘূর্ণির ঘুরপাকে জমা যত মেঘ,
আঁখি পল্লবে জুড়েছে ঘোর বর্ষার কলরব।
আমি সে বেদনার ধারা বয়ে,
হৃদয়ের হাহাকারে দিন গুনে চলি।
সরে সরে গেছ বহুদূরে,
চেয়েছ আবেগের সীমানা মুছে দিতে।
হয়তোবা তুমি ভেবেছ কোন সংশয়ে,
যদি খেয়ালি আবেগে কখনো দিয়ে ফেলি হাতছানি।
তবু যদি কখনো পারি ছুঁতে,
তোমার ওই আবেগের স্মৃতি পটে।
জেনো যত বেদনার ভার সে শুধুই আমার,
সেদিনও একি রবে চাওয়া তুমি ভালো থেকো।