ওরা কারা নেতার বেশে,
কষছে প্যাচ পুতুল নাচের।
জনগণের দাস সেজে আজ,
বাড়ায় নিজের উদর বাহার।
যৌবন আজ খাচ্ছে যে পাক,
বিনিদ্র রাত চোখে হতাশার ছাপ।
দিন বয়ে যায় নিয়ম মেনে,
তবু হুঁশ দেখিনা রাজশাসনে।
মস্ত সে এক রাজসভা,
যদিও কেউ জানেনা তার কাজ কিবা!
নিয়ম করে মাথা হেলান,
রব তুলেন ঠিক ঠিক ঠিক।
নিয়ম করে বসছে সভা,
ভাবছে সবাই, কে কার কাছে চাইবে জবাব।
কার কতটা উপরি এল,
সে নিয়ে তর্ক জমে বেশ জমকালো।
উন্নয়নের চাইলে হিসাব,
বাড়তি উদর দেয় সে জবাব।
চলছেত বেশ ভিক্ষা মুলে,
মুখ খুলে, কে চড়বে শূলে।
রাষ্ট্র দাগায় ধর্ষণ এক শরীর ব্যাধি,
দাম হাঁকে তার রাষ্ট্র আবার।
কেউ কাজের দাবি তুললে পরে,
রাষ্ট্রদ্রোহে জেল হাজতে।
শিক্ষা নাকি ছুটছে ভীষণ!
তাই একে একে বিদ্যালয়ে বন্ধ তালা।
সুযোগ বুঝে শৈশবের শীষ মহলে,
ধর্ম পাষণ্ড দখল চালায়।
রাজদম্ভ ইতিহাস ভুলে,
গ্রন্থের মুখ ঢাকে জঞ্জালে।
ধূলার স্তূপে পড়ে থাকা কঙ্কালে,
যেন শব্দেরা বাড়তে থাকা উচ্ছৃঙ্খলা।