চারিদিকে মৃত্যুর পরোয়ানা,
ব্যস্ত জীবন গিয়েছে থমকে।
গণতন্ত্রের স্তম্ভ গুলো,
আজ ধনতন্ত্রের বাগানবাড়ি।
উপাস্যেরা আজ ফিরিয়েছে মুখ,
মানুষের ছোঁয়াতে যদি পায় লোপ উপাস্য কুল।
রক্ত ভুলেছে আজ রক্তের টান,
বেওয়ারিশ লাশ এটাই পরিণাম।
তারি মাঝে শক্ত চোয়ালে, শিরদাঁড়া টান টান,
তরতাজা এক ঝাঁক তুলল আওয়াজ, আমরা Red Volunteer।
এই মহামারী সংকটে খাদ্য, ওষুধ, অক্সিজেনে,
সাধ্য মতন পাষে থাকার, করল ওরা অঙ্গীকার।
মনজুড়ে দগদগে ক্ষত,
বিদ্ধ ছুটে আসা শত বিদ্রুপে।
সবি তুচ্ছ ওদের কাছে আজ,
ওরা আজ মানবতার সৈনিক ।
প্রাণের নেশাতে উন্মাদ ওরা,
ওদের ধমনীতে জিতে ফেরার নেশা।
দিন আর রাতের ভেদ গেছে ভুলে,
ছুটছে ওরা জীবন প্রহরীর বেশে।
স্বেচ্ছা সেবায় ব্রতি ওরা,
আদর্শ টুকু সম্বল।
শূন্য হাত মুষ্টিবদ্ধ মুখে ইনকিলাব,
মৃত্যু ছুঁইছে ওরা প্রতি-ক্ষণে।
ওরাও মানুষ, ওদেরও আছে পরিজন,
মুখে হাসি আর বুক ভরা যুদ্ধ জয়ের তৃপ্তিতে......
ওরাও দ্রুত ফিরুক,
পৃথিবী সেরে ওঠার খবর নিয়ে।