শীত ঘুম ভাঙল সবে,
অলস মোচড় শরীর জুড়ে।
ঘুম ঘুম চোখ মুলছি যখন,
হাই তুলে অক্সিজেন নিচ্ছি গিলে।
তেমন সময় উঠল আওয়াজ,
চলছে খেলা রং বদলের।
রং বদলে চরিত্র বদল,
বিকচ্ছে সে রং চৈত্র সেলে।
পাড়ার মোরে হুঙ্কারে সব,
দাদা দিদি ভিড় জমাল।
আলোর ফ্রেমে বন্দী যারা,
মন ভোলাত বিনোদনে...............
কাজটা বোধয় গেল আশঙ্কাতে,
ওরাও চৈত্র সেলের বিবর্তনে।
-------------------------------
[বিশেষ দ্রষ্টব্য :- বাকিটা পরে ]