আর কত যুগ বিরহ তোমার,
মাখব এমন সারা অঙ্গ জুড়ে।
যুগ হতে যুগ কলঙ্ক ছেটাও,
মোর লাগি এইকি পুষ অন্তরে।
ভুবন মাঝে আবেগ জাগে,
কাব্য জুড়ে তোমার লীলা।
তবু তুমি বিশ্ব জনীন,
ছড়িয়ে চল বিরহ জ্বালা।
তোমার ডাকে ঘর পুড়ে রোজ,
বাঁধছে বা কেউ ঘরের সিঁড়ি।
ভবঘুরে ঘুরছে পথে বিড়বিড়িয়ে,
তোমার ডাকে জমছে কত সাগর পাড়ি।
বন্ধ ঘরের গোপন আবেগে,
তোমার পরশে হাওয়ার প্রবেশ।
তুমিই আবার সিঁধ কেটে তায়,
তৈরি কর ঘোলাটে ধোঁয়ার আবেশ।
কত গুণী গুণ হারাল,
সব ত্যাগীরা ধরল যে ভেক।
রঙ্গ লীলায় তোমার ছলায়,
গভীর নিশির সঙ্গী আবেগ।
ইচ্ছেমৃত্যু তোমার কোলে,
বাঁচার তাগিদ হেলায় ভুলে।
কর্ম বিরতির ডাক মস্তিষ্ক দেয়,
সৃষ্টি হতে ধ্বংস লীলায় তোমার প্রবেশ।
তোমার নামে তবু যে রব ধন্য ধন্য,
তুমি ছাড়া এ সৃষ্টি শূন্য।
তোমায় নিয়ে কেবা মজেনা?
গণ্য থেকে অতি নগণ্য!