তোমাতে দেখেছি আমি,
স্তব্ধ অরণ্যের হাহাকার।
সাগরের ঐ গভীরতা,
কি ভীষণ হৃদয় ভার।
পর্বতের ঐ শৃঙ্গ চুড়ায়,
দাঁড়িয়ে ভীষণ মৌনতায়।
মরুর বুকে মরুচিকা,
তাতে কিসের বার্তা বায়।
তুমি না হয় একটু খানি,
আঁধার ভেঙে আলোর খোঁজে...
হাঁটলে পথের ক্লান্তি ভেঙে।
ভাঙে যদি কখনো এ স্তব্ধতা,
জাগে জীবনের কলতান।
যদি হয় পথচলা পাশাপাশি,
ভুলে স্তব্ধতা ভরা অভিমান।