তোমার আমার গল্প গুলো,  
চুপকথার দিন যাপনের নীরব আলো।  
ভাবের ঘরে ভাবনা যত,
একটু ছোঁয়ার খুঁজেছে ছুতো।
  
আকাশের ওই অসীম নীলে,  
তুমি যেথায় মন হারালে।
সঞ্চারী মেঘ ডাক পিয়নে,
বর্ষণে তার বার্তা এল।  

নদীর চরে কাশের বনে হাওয়ার দোলা,
যখন তুলছিল ঢেউ তোমার মনে।  
সেই বাতাসি মন ছুঁয়ে মোর,  
প্রেম শিহরণ জাগিয়ে গেল।

সবুজের ওই অসীমতায়,
যখন তুমি জমালে পাড়ি মন উড়ানে…
পাখিদের কূজন সুরে গুনগুনিয়ে,    
মাতালে মোর অবোধ প্রাণে।
  
অকালের ওই মন আকালে,  
তোমার প্রেমের স্নিগ্ধ ছায়ায়……
তরঙ্গেতে তরঙ্গেতে তরঙ্গিত মন,  
চলত সেথায় মিষ্টি উপাখ্যানের বুনন।
  
উপাখ্যানে ছেদ পড়েছে!  
অদল বদল প্রেক্ষাপটে।
দোলাচলের দমকা হাওয়ায়,
ঠিকানা লিখেছি নিরুদ্দেশে।
  
সেসব দিন গেছে সব সময়ের স্রোতে,  
তবু সেথায় স্মৃতিপট সজীব আজো ভীষণ।    
একান্তে সে স্মৃতির কোণে,
নীরব ব্যথা হয়ে বাঁচে।