নিত্য দিনের বাজার হতে,
এগিয়ে খানিক কৌতূহলে,
রংবেরঙের জৌলুসে সাজানো....
বাজার দেখি এক, শুধুই খাঁচার।
আর খানিক এগিয়ে চলা কৌতূহলে,
মেরেছি যেই খাঁচায় উঁকি,
দেখি ঘর বেঁধেছে,
এ খাঁচায় যত মানুষ রূপী।
ছিটকে এসে চুলকে মাথা,
আমিও দেখি বন্দী খাঁচায়।
স্বার্থ যেথায় জুড়ছে যত,
সে খাঁচার বাঁধন শক্ত তত।
মনের মত হলে মনে,
টুপকরে ঢেউ মারছে সবে,
দেখছে হিসাবে ঠিক আঁটছে কিনা।
হঠাৎ চোখ আটকায় বৃদ্ধ খাঁচায়,
বিড়বিড়িয়ে ক্ষণে ক্ষণে মাথা ঝটকায়।
যেই কান পেতেছি কৌতূহলে,
বিড়বিড়িয়ে বলছে বুড়ো,
একটাই ক্ষুদ্র প্রাণ খাঁচা ভাঙ।
হঠাৎ শিরে লাগল চোট,
ভিরমি হতে কাটল ঘোর।
সেই হতে হালটে চলি দরজা খাঁচার,
একটা জীবন চাইছি বায়ু একটু বাঁচার।