একের পর এক দিন চলে যায়,
জমছে শীতের রাজধানী।
অন্নদাতা কাঁপছে সেথায়,
তার উপর স্বৈরাচারীর হয়রানি।
যাদের রক্ত ঘাম হয়ে,
শস্য ক্ষেতে ঝলমলিয়ে।
দিনের শেষে যত বঞ্চনা,
বরাদ্দ দেখি ওদের খাতে।
মাটির গন্ধে প্রাণ জুড়ে যার,
দিন কাটে সবুজ ক্ষেতে।
ষড়যন্ত্র চলছে ভীষণ......
সেই শস্য ক্ষেত কেড়ে নিতে।
দেশ লুটছে দেশের মাথা,
বিকছে সে দেশ ধাপে ধাপে।
লোলুপ দৃষ্টি এবার কৃষকের পাতে...
মতলব কৃষি বিক্রি পুঁজির হাতে।
ওরা এবার তুলেছে মাথা,
হক আদায়ের সংগ্রামে।
দিনটা আজ ওদের দেখি,
ইনকিলাব ছিনিয়ে আনার স্লোগানে।
ন্যায় আদালত উদ্বিগ্ন......
কৃষকরা দেশ জুড়ে আজ মরণ পণে।
আত্মত্যাগ আর বলিদানে,
ওরা দিয়েছে হাত নতুন এক ইতিহাসের অধ্যায়ে।