কল্পলোকের গল্প গুলো,
করছে কি আজ হাঁসফাঁস?
চাঁদের বুড়ির চরকা উধাও,
বুড়ি গেল কোথায়?
এত ডেকেও নেইত হদিস...
মামাকি তবে ভীষণ ভয়ে,
জমাল পাড়ি অন্য গ্রহে,
গড়তে বুঝি শান্তির বসতি তার।
চোখ চারালে কল্প লোকের সুন্দরীতে,
লক্ষ ক্ষতের দাগ।
জানি এবার বলবে তুমি,
কবি তুমি ভীষণ নীরব প্রেমী।
দূরেই থাক উজাড় প্রেমে,
বাস ভালো আলোর গুণে।
তোমার চাওয়া আলোটুকু,
সেটুকুত অন্য কারো!
জানি তুমি বলতে পার,
ধারকরে সে তোমার তরে।
আচ্ছা কবি আর কতকাল!
এমন ভাবে রাখবে পাশে?
কলঙ্ক জড়ানো শরীর খানি,
তোমার কল্পলোকের রূপসী বেশে।