শুরু থেকে যে ভালোবাসা ভীষণ পরিণত,  
একতরফা আবেগের গভীরতায় থেকেছে ডুবে।
পরিণতি তার যুগ হতে যুগ সন্ধি বিহীন,
সে ভালোবাসা মৃত্যু আবেশে জীবন মাপে।
তবু অবিরত চলে পহর গণা,    
প্রতি স্পন্দনে তার আনাগোনা।
মনের বেয়াড়া হিসাব থাকেনা গোচরে ,  
প্রতিক্ষণ শাণ চলে হৃদয়ের মোচড়ে।
মনের চঞ্চল ধারা বেয়ে,  
আপন খেয়ালে প্লাবনে ভাসায়।    
এক পলকের সঞ্চিত অনুভুতি,
জীবন কোষাগারে যত্নে তুলেরাখা।  
সময়ের ব্যবধান শত বাহানার প্রলেপে,  
তবু তার গভীরতা বাড়ে আপন খেয়ালে।