তুলির আঁচড়ে ক্যানভাসে,
রঙের বাহার ছড়ায় কত মুগ্ধ রূপে।
ফিকে রং হীন ধূসরতা,
সময়ের ডাকে তারি স্মৃতি ঘাঁটে।
মেদহীন শরীরে আর চাই জৌলুস,
খাদ্য তালিকা তাই উপবাস বারোমাস।
তবু দেখি নেই নেই চিৎকার,
ঋণের বোঝাতে মাথাটাই হয়ে কাত।
বাবু বিবি সব আজ আধুনিক,
পোশাকের বাহারে ফিরে পাওয়া বন্যতা।
বন্যেরা তাই বুঝি বন ছাড়া,
মন জুড়ে অজস্র স্তূপে জমে জঞ্জাল।