কত কিনা আইন কানুনে,
তৈরি চলে ষড়যন্ত্রের কল।
ভূত তাড়ানোর সেই জাঁতাকলে,
হয়ে চলে ভুতুড়ে সব আজব দখল।
মস্ত গাছের মগডালেতে,
গল্পে আস্তানা সব গাড়ত যারা…
তাদের কাছেই অজানা আজ,
সেই মস্ত গাছকে করল সাবাড়।
জমিদারের বর্জিত সেই দালান বাড়ি,
ভূতেদের গভীর রাতের আস্থানাটা।
হঠাৎ দেখি ভ্যানিস সেও,
আজ সেখানে অট্টালিকায় রঙিন বাতি।
ওদের আস্তানা যত,
একে একে সব ভ্যানিস দেখি।
ওরা তাই অস্তিত্বের অভিযোজনে,
মানুষের মস্তিষ্কে করেছে বসতবাড়ি।
তাই বুঝি কথায় কথায় ভূত দেখাটাই,
আজ মানুষের বদলে চলা স্বভাব।
আর চাই ভূতের তাড়ায়,
সদা চলে মনের মাঝে অভাব।
মিথ্যা ভূতের রসবোধ খুব,
সে কোনকিছুর ধারধারেনা।
যদিবা ধরা পড়ে কখনো,
তৈরি দেখি মিথ্যা ঢাকতে মিথ্যার চুড়া।
সত্য ভূত কর্কশ বড়,
তেমন কেউ ঘেসেনা ধারেকাছে।
নির্ঘাত কেউ পড়লে প্যাঁচে,
তখন শুনি সত্য আজো বেঁচে আছে।
অবক্ষয়ের চলছে গতি বিশ্বজোড়া,
জীবন যেন এগিয়ে চলার নীরব বাজী।
হাহাকারের ভূত অষ্টপহর নাচছে মাথায়,
ভূতুড়েরা তাই ভবিষ্যতের টানছে ইতি।