বেহিসেবি প্রেমিক হব ......।
যেথায় যে ছুঁইবে এ মন,
সেথায় প্রেমে বিভোর হব।
গ্রাম্য বধূর সিক্ত তনু,
আলুথালু কেশ শরীর জুড়ে।
মেঠো পথে ছন্দ তোলা,
উথাল পাথাল যৌবনে।
কিশোরীর ঐ অবাক নয়ন,
তাকিয়ে যখন আকাশ পানে।
মেঘ মালার সঙ্গী হয়ে,
জমিয়ে পাড়ি যৌবনে।
দিনের শেষে কাদা মেখে,
বাড়িমুখো যে শ্যামলীকা।
তপ্ত দুপুরে তার ছোঁয়াতে,
মাঠ জুড়ে ফসলের যৌবনে।
নগরীর ভিড় ঠেলে চলা মেয়ে,
স্বপ্ন বইছে যে।
ক্লান্তি ভুলে গোধূলি মাখা ,
তার গুনগুনিয়ে ভাসা যৌবনে।
গভীর রাতের নীরবতায়,
চোখের কোণে জমাট গল্পেরা।
একলা মেয়ের বেখেয়ালি ঝর্ণা হয়ে,
ভাসানো সে মন যৌবনে।
বসন্ত সেই কবে গেছে,
পুড়ছে সব আজ দাবদাহে।
ওরাও দেখি বেহিসেবি মত্ত প্রেমে...
কুহু কুহু ডাক ছেড়ে যায় ভর দুপুরে।
পলাশের নেশা কোরে আহরণ,
কৃষ্ণচূড়ায় মজেছে মন।
মালতীর গন্ধে হয়ে বিভোর,
আওহানে বর্ষার ভরা যৌবন।
বেহিসেবি ছন্নছাড়া ভাবনা জুড়ে,
কত কি বেড়ায় ঘুরে।
সে প্রেম বলতে গেলে কাব্য হবে ......
তাই এখানে টানছি ইতি।
মন আবার কোথায় মজে,
জমাই এবার সেথায় পাড়ি।