সবি আজ এলোমেলো!
ছুটে চলা তবু দিক হতে দিকে।  
আলো আঁধারি গলি হতে,
ওরা আজ বাবু খুঁজে রাজপথে।
চলে সভ্যের সভ্যতা জুড়ে যন্ত্র একি ভাবে ,
শ্রমিকের শ্রম শুধু ছাঁটাইয়ের তালিকায় ঝুলে।
যে কৃষকের ঘাম মাটি ছুঁয়ে বারো মাস,
তারি অভুক্ত পেট মাথায় দেনার দায়।
ফেরিওয়ালা ডেকে যায় তপ্ত দুপুরে,
কোমছেনা তবু আজ বোঝা তার মাথাতে।
গোয়ালার হাঁকডাক চেনা সেই কণ্ঠ,
শুনি ক্ষীণ অতি সেও যেন দিকভ্রান্ত।
কামারের হাপর শাণের আগুন নিত্য জ্বালে,
শুধু মনুষ্য বিবেক ডুবে শাণ হীন স্বার্থের গ্রাসে।
সব কিছু মাপা হলে মেপে দেখা পেট,
তারপর অধপেটা তেই ঢেকুরটা উঠে বেশি।
পাড়ার মোড়ে মোড়ে ওদের জমে ওঠা ভিড়,
বিদ্রোহে তুলবে আওয়াজ নিশ্চিত।
আধমরা সমাজটা অন্ধ বোধির,
ওরা সেথায় বুনছে সজীব প্রাণের তাগিদ।
একদিন পথ ঘাট মুখরিত হবে স্লোগানে,
বিদ্রোহ সেদিন সব ভেদাভেদ মুছে দিবে।