আমি শান্তি চেয়েছি বলেই,
যুদ্ধ চাই ঘোরতর যুদ্ধ চাই।
রক্তক্ষয়ী ভয়ানক যুদ্ধ চাই,
চাই আর একটা স্বাধীনতার যুদ্ধ চাই।
অন্তঃরে অবিরত যুদ্ধ চাই,
যুদ্ধ চাই মানবিকতায় অস্ত্র হাতে।
জীবনের তাগিদে রাজপথ মুখরিত হোক,
সমান অধিকারে যুদ্ধ চাই।
যুদ্ধ চাই ধর্ম-বর্ণের ভেদ হিন সমাজের তরে,
বিবেকের জাগরনে যুদ্ধ চাই।
যুদ্ধ চাই মস্তিষ্কের সচলতায়,
যুদ্ধ চাই খাদ্য-বস্ত্র-বাসস্থানের দাবিতে।
সংস্কারের অপশাসনের বিরুদ্ধতায় যুদ্ধ চাই,
সঠিক জ্ঞানের পথের দিশায় যুদ্ধ চাই।
শাসকের রক্তচক্ষুর জবাবে যুদ্ধ চাই,
সমস্ত শোষণের অবসানে যুদ্ধ চাই।
জীবনের স্রোতে দৃঢ় ভরসা চাই,
প্রতি কৈশোর হতে যৌবনে বিপ্লবের মন্ত্র চাই।