এ এক আজব গণতন্ত্র!
মোটা দাগের সংবিধানে।
রাজা আছেন রানী আছেন,
মন্ত্রী আছে সিপাই আছে,
দেশ চলে আমলা যন্ত্রে।
নর্দমার ওই পাহাড় চূড়ায়,
গণতন্ত্রের লাশ পচে রোজ,
তবু হত্যাকারীর মিলেনা খোঁজ।
আমলারা সব হ্যাংলা ভুলো,
জিভ বুলিয়ে সাফ করে যায়।
জনগণই চাতক সেজে অপেক্ষাতে,
যেন অধিকার আজ ভিক্ষার দলে।
ধর্ম দিয়ে কর্ম ভুলায়!
রাজনীতির রথের চাকা,
গণ ক্ষুধার্ত পেট রগড়ে চালায়।
একে একে শিক্ষা শালায়,
আদেশ মত ঝুলিয়ে তালা……
রাজ নেতারা জ্ঞান বিলান,
বাঁচতে গেলে সাজাও জীবন,
যেমন এক সাথে অন্ধ, বোবা, কালা।