দুরন্ত এক মরু স্রোতে,
আমরা কেমন ভাসছি দেখ।
তপ্ত বালুর ভীষণ ত্বেজে,
দেশ জুড়ে আজ ক্ষুধার জ্বালা।
রাজা, রাণী সিংহাসনে,
পাসার চালে দ্রৌপদী আজ জনগণ।
পাত্র মিত্র কষছে হিসাব,
চলছে পালা বস্ত্র হরণ।
রাজ ভাণ্ডারে বসেছে ভাগ,
সে ভাগে অদৃশ্য সব অংশীদার।