আমি তার প্রেমে পড়ি আজো প্রতিক্ষণ,
নিজের খেয়ালে মুগ্ধতা করি আহরণ।
বাঁধনের খেলা সেতো নয় হেলা ফেলা,
হৃদয়ের ব্যাকুলতা জুড়ে তারি কথা বলা।
সে আঁখি পল্লবে বাঁধ বেঁধেছে,
প্রহরী রেখেছে দ্বারে।
যে নয়ন জুড়ে মায়ার খেলায়,
মন মাতে মোর এক পলকে।
অনুভবে প্রথম ছুঁয়েছি যেদিন তারে,
অন্তরে চির আলিঙ্গনে বেঁধেছি।
সে হতে তারি মনের খোঁজে ভ্রান্তি বিলাপে,
পথ খুঁজে চলা জীবন আলোর সন্ধানে।
অন্তরে মোর কি ভীষণ ঝড় উঠে,
বৃথা ছলাকলার প্রহরী রাখে সে দ্বারে,
মোর পরশে চেয়েছি ভাসাতে
ও মন অথৈ গাঙ্গে নিরুদ্দেশে।
মোর সে অনুভূতি জুড়ে,
উপেক্ষা সাজালো সে থরেথরে।
সেথায় ভাষার নিষ্প্রয়োজন,
আর কিছু মুহূর্ত ধারে।
একান্তে যে শব্দ গুলো,
অনুভূতির গোপন ঘরে।
একলা ভীষণ নিশ্চুপ রাত,
চঞ্চলতায় হৃদয় জাগে।
শান্ত নয়ন বানভাসি হয়,
হৃদয় ভাঙার গর্জনে।
নিঝুম রাতের গোপন ব্যথায়,
বৃষ্টি ধারায় আকুল হৃদয় উদাসী সুরে।
শুরু থেকে যে ভালোবাসা ভীষণ পরিণত,
একতরফা আবেগের গভীরতায় থেকেছে ডুবে।
পরিণতি তার যুগ হতে যুগ সন্ধি বিহীন,
সে ভালোবাসা মৃত্যু আবেশে জীবন মাপে।
আর একটা জীবন গাঁথছি,
নিজের ভিতর নিস্তব্ধতার চরম সীমানায়।
জীবন স্থাপত্যের ছাই হাতড়ে হাতড়ে,
নিজেকে ঢাকছি, সে আঁধারে অথৈ।