চোখেতে কালো কাজল, ঠোঁট তোমার
লাল, তা দেখে আমি পেয়েছি বেতাল।
খোলা চুলের বাঁকা দৃষ্টি যেনো লাগে শ্রাবণের বৃষ্টি।
তোমার ওই গলার সুরে কেনো কোকিলের কণ্ঠ ফিরে, নূপুর পায়ে যেনো বাজে মৃদাঙগন ।
তোমার ওই রঙিন ঠোঁটে যেন শতো পদ্ম খোঁটে।
তোমার ওই চোখের তারাই যেনো আমার সপ্ন হারায়।
ও সাথি তোমার হাসি দেখতে বড়ই ভালোবাসি।