খোলা চুলের আড়ালে থাকা তোমার ওই মুখ,
তোমার মুখ ভরা হাসিতে জুড়িয়ে দিলে বুক।
তোমার চোখের কাজল কয়লার খনি,
তার মধ্যে চোখ দুটি হীরে দুখানি।
তোমার নরম ঠোঁটে যে ফোঁটে শতফুল ,
তোমার চোখের দৃষ্টিতে আমি যে ব্যাকুল।
আজ প্রকৃতির সব সুন্দর হয়েছে ফিকে,
প্রকৃতি দাড়িয়ে আছে মাথা ঝুঁকে।