যদি ফিরে না আসি তবুও জানবে শুধু তোমায় ভালোবাসি।
হয়তো চলে যাব দূর থেকে দূরে সকলকে একা করে।
যে পথে যায় ফিরিবার কালে সে পথ খুঁজে না পায়।
জানি ভুলতে পারবোনা তোমায় তাই তো বলি তুমি ভুলে যাইও আমায়।
যদি কোন দিন ফিরে আসি এই সংসারে, জানি তুমি চিনিতে পারিবানা আমারে।
শূন্য হাতে আসিয়াছি তাই যাই ফিরে, সকলের হাত শূন্য করে।
বিদায়!