তোমার রূপেতে বিভোর হইলাম ওগো চারুলতা,
তোমার সুবাসে ভাসিয়া যায় মন আমার,
শোনেনা সে কোনো কথা।

তোমার নয়ন বাঁধিছে মোরে কঠিন মোহ বলে।
তোমার ওই কেশ মেলিছে পাখা ‌‌‍হৃদয় গগন তলে।

তোমার কন্ঠ শুনিবার লাগি ব্যাকুল হইয়া রই,
তোমার নূপুরের শব্দ যেন আমায় কিছু কই।

ব্যাকুল হইয়া পথে পথে আজ তোমারে খুঁজিয়া যায়। ভালোবাসা যে বড়ই কঠিন, তাই ভুলিতে পারিনাই।
            
                   ওগো চারুলতা!