কেন আজ এলো এই অভিমানের পালা,
দুজনে রয়েছি দুকূলে হয়ে একলা।
অভিমানের এই পালায় শুধুই যে ব্যাথা,
হারিয়ে যাচ্ছে সব ভালোবাসা কথা।
অভিমান আজ যেন জল হয়ে ঝড়ে,
সপ্ন গুলোকে সব নিরাকার করে।
অভিমানের এই পালায় হয়ে যাক শেষ,
চলোনা গড়ি এক ভালোবাসার দেশ।