মাঝে মাঝে ভাবি মনে
যদি হতাম পাখি
ঘন জঙ্গলে উড়ে যেতাম
পেতাম কত সাথি।
মাঝে মাঝে ভাবি মনে
যদি হতাম বৃষ্টি
আষার মাসে ঝরে গিয়ে
করতাম জলের সৃষ্টি।
মাঝে মাঝে ভাবি মনে
যদি হতাম বাতাস
বৈশাখ মাসে ছুটে যেতাম
করতাম না সর্বনাশ।
মাঝে মাঝে ভাবি মনে
যদি হতাম সিংহ বাঘ
জঙ্গলে গোয়ে আমি
করতাম একাই রাজ॥