দেখা দেখি করে তারা
যারা ব!সে ভালো
প্রেম জোয়ারে ভেসে গিয়ে
জাগাও প্রেমের আলো !

কাছে এসে বসো
যদি বাসো ভালো
প্রেমের দেশের একটাই মজা
অন্ধকার নেই কেবল আলো।

যদি তুমি বাসো ভালো
কাছে এসে দেখো
মন দিয়েছো আমায় তুমি
আমার মনটা রাখো।

মনের মাঝে বসিয়ে আমায়
দিয়ো না অপবাদ
আমরা দুজন ভেঙ্গে দিব
সব রকমের বাঁধ।

প্রেমের জোয়ার মনে জাগলে ,
সব কিছুই ত্যাগ করে চলে॥